Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

১। কমিউনিটি ক্লিনিক প্রকল্প রিহেবিলিটাইজেশন অব কমউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ,বাংলাদেশ (আরসিএইচসিআইবি) এর আওতায় ভোলায় জেলায় প্রস্তাবিত কমউনিটি ক্লিনিকের সংখ্যা ২৪৮ টি। এই পর্যন্ত সর্বমোট ২১৫ টি কমিউনিটি ক্লিনিক চালু করা হইয়াছে। এ প্রকল্পর আওতায় ভোলা জেলায় মোট ২১৭ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সহ সর্বমোট ২১৫ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। । কর্মরত সিএইচসিপিগন এবং স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে নিয়মিতভাবে কমিউনিটি ক্লিনিক সমূহে সেবা প্রদান করা হইতেছে।

২। ভোলা সদর হাসপাতালটিকে ১০০শয্যা হইতে ২৫০ শয্যায় উন্নীতি করন করা হয়। বর্তমানে ২৯,৪৫,২৮০৯৩/৪৯ টাকা ব্যায়ে  ২৫০ শয্যার কাজটি চলমান।

৩। GAVI-HSS এর অর্থায়নে ১,৭৭,৭৮.৫০০.০০ টাকা ব্যায়ে ভোলা ইপিআই ষ্টোর নির্মান ।