১। কমিউনিটি ক্লিনিক প্রকল্প রিহেবিলিটাইজেশন অব কমউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ,বাংলাদেশ (আরসিএইচসিআইবি) এর আওতায় ভোলায় জেলায় প্রস্তাবিত কমউনিটি ক্লিনিকের সংখ্যা ২৪৮ টি। এই পর্যন্ত সর্বমোট ২১৫ টি কমিউনিটি ক্লিনিক চালু করা হইয়াছে। এ প্রকল্পর আওতায় ভোলা জেলায় মোট ২১৭ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সহ সর্বমোট ২১৫ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। । কর্মরত সিএইচসিপিগন এবং স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে নিয়মিতভাবে কমিউনিটি ক্লিনিক সমূহে সেবা প্রদান করা হইতেছে।
২। ভোলা সদর হাসপাতালটিকে ১০০শয্যা হইতে ২৫০ শয্যায় উন্নীতি করন করা হয়। বর্তমানে ২৯,৪৫,২৮০৯৩/৪৯ টাকা ব্যায়ে ২৫০ শয্যার কাজটি চলমান।
৩। GAVI-HSS এর অর্থায়নে ১,৭৭,৭৮.৫০০.০০ টাকা ব্যায়ে ভোলা ইপিআই ষ্টোর নির্মান ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS