জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে নির্দেশনা
১) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৬-২০ এপ্রিল, ২০১৯ পর্যন্ত স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করতে হবে।
২) উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা , ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক থেকে দেখানোর (টেলিভিশনের মাধ্যমে) ব্যবস্থা করতে হবে।
৩) স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরুর আগে প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
৪) সেবা প্রদানকারীসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৫) সিভিল সার্জন অফিস সহ সকল পর্যায়ে মনিটরিং সেল গঠন করতে হবে।
৫) সিটিজেন চার্টার প্রদর্শন করতে হবে।
৬) ইউজার ফি তালিকা প্রদর্শন করতে হবে।
৭) স্বাস্থ্যসেবা সপ্তাহের ব্যানারের নমুনা ইতিমধ্যে ই-মেইলে পাঠানো হয়েছে, নমুনা অনুযায়ী ব্যানার প্রস্তুত করতে হবে।
৮) স্বাস্থ্যসেবা সপ্তাহের পোষ্টার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে , সিভিল সার্জন অফিস থেকে উপজেলা পর্যায়ে পোষ্টার পাঠানোর ব্যবস্থা করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং কমিউনিটি ক্লিনিকে ব্যানার ও পোষ্টার লাগানোর বিষয়টি মনিটরিং এর মাধ্যমে নিশ্চিত করতে হবে।
৯) এছাড়াও সিটি কর্পোরেশন, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে ( বাস স্ট্যন্ড, রেল ষ্টেশন, লঞ্চ ঘাট ইত্যাদি) ব্যানার ও পোষ্টার লাগানোর ব্যবস্থা করতে হবে
১০) জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলিতে বিশেষ ছাড় (১০-২০%) প্রদানের বিষয়টি মনিটরিং করতে হবে।
১১) স্বাস্থ্যসেবা সপ্তাহের ডকুমেন্টরী ই-মেইলে ইতিমধ্যে পাঠানো হয়েছে।
১২) সেবা সপ্তাহ চলা কালীন বিভিন্ন কর্মকাণ্ডের ছবি স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস শাখার ফটো এ্যালবামে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং সেলের ই-মেইলে (monitoring@mis.dghs.gov.bd)পাঠাতে হবে।
১৩) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত স্বাস্থ্য বিভাগের সাফল্যের তথ্যসমূহ ফেস্টুনও প্ল্যাকার্ডের মাধ্যমে র্যালীতে প্রদর্শন করতে হবে।
১৪) আগামী ১৯ শে এপ্রিল রোজ শুক্রবার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে আউটডোর সেবা দুপুর ১২ টা পর্যন্ত প্রদান করতে হবে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS