Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ক্লিন হসপিটাল ডে
ডাউনলোড
গত ০১/০১/২০১৮ ইং তারিখ দুপুর ১২ ঘটিকায় ভোলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে “ক্লিন হসপিটাল ডে’’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সদর হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, নার্সি ইনষ্টিটিউট কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং এনজিও কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে ভোলা সদর হাসপাতালকে আরো অধিকতর পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত পরিবেশ তৈরির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার, সিভিল সার্জন, ক্লিন হসপিটাল ডে পালনের প্রস্তাব উত্থাপন করেন। সভাপতি মহোদয় ক্লিন হসপিটাল ডে নামক উদ্ভাবনী বিষয়ক বক্তব্য প্রদান কালে বলেন, ক্লিন হসপিটাল ডে পালনের মাধ্যমে হাসপাতাল অধিকতর পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত পরিবেশ তৈরি করা সম্ভব। যাহার ফলে সেবাগ্রহীতা সরকারী হাসপাতালে চিকিৎসার প্রতি আরো আস্থাশীল হবে । এ বিষয়ে উপস্থিত সকলের ক্লিন হসপিটাল ডে পালোনের সম্মতি দেন এবং প্রতি ইংরেজী মাসের প্রথম রবিবার সকাল ৮.০০ টা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত ”ক্লিন হসপিটাল ডে’’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।অতপর ক্লিন হসপিটাল ডে বিষয়ক একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। সকল প্রস্তুতি শেষে গত ৭ জানুয়ারী/২০১৮ইং প্রথম “ক্লিন হসপিটাল ডে” এবং ৪ ফেব্রুয়ারী/ ২০১৮ইং দ্বিতীয় ”ক্লিন হসপিটাল ডে’’ পালন করা হয় । সদর হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, ও বক্ষ ব্যাধি ক্লিনিকের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, নার্সিং ইনষ্টিটিউট ভোলা এর কর্মকর্তা/কর্মচারী সহ ছাত্রীবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ স্বতস্ফূর্ত ভাবে এই ”ক্লিন হসপিটাল ডে’’ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। ক্লিন হসপিটাল ডে কার্যক্রমের মাধ্যমে ভোলা সদর হাসপাতাল, পূর্বের চেয়ে অনেক পরিস্কার পরিচ্ছন্ন হয়। হাসপাতালে আগত রোগী, দর্শনার্থী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ এই কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন।